Padrishibpur - My Village is my heart
আমার নাম বিজয় ইগ্নেসিউস গোমেজ, আমি এই প্রথম কোনো ব্লগ লেখতে বসি, যেহেতু ভুল হতে পারে, ক্ষমা দৃষ্টে নিবেন।
পাদ্রী-শিবপুর - বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার শ্রীমন্তনদীর তীর ঘেষে অবস্থিত , এ গ্রামে মুসলিম, হিন্দু ও খ্রীস্টান সকলের বাস। এই স্থানটির শিবপুর নাম থেকে হয়েছিল। Portuguses ধর্মপ্রচারকরা ১৭ শতাব্দীতে আসেন এবং একটি সেন্টার প্রতিষ্ঠিত হয় । শিবপুর নামটি পরে পরিণত হয়েছিল পাদ্রী ( ফাদার ) শিবপুর হিসাবে, এখানে ১৯৩৩ইং সালে প্রতিষ্ঠিত হয়েছিল সেন্ট আলফ্রেড উচ্চ বিদ্যালয়। এ স্কুলের অনেক কৃতিমানরা লেখাপড়া করেন। এই স্কুলের প্রতিষ্ঠাতা ব্রাদার গডফ্রে । এই বিদ্যালয়টি তিনটি সেকশনে বিভক্ত- প্রাইমারী, বয়েজ এবং গালর্স ।দুর দুরান্ত হতে ছাত্র/ছাত্রীরা এসে এখানে লেখাপড়া করে । ছাত্রসংখ্যা প্রায় ১৫০০।
![]() |
গুগল আর্থ থেকে নেয়া মানচিত্র |
![]() |
সেন্ট আলফ্রেড উচ্চ বিদ্যালয় |
![]() |
পথ প্রর্দশিকা কুমারী মারিয়া গির্জা |
কোন মন্তব্য নেই