Header Ads

Header ADS

Padrishibpur - My Village is my heart

আমার নাম বিজয় ইগ্নেসিউস গোমেজ, আমি এই প্রথম কোনো ব্লগ লেখতে বসি, যেহেতু ভুল  হতে পারে, ক্ষমা দৃষ্টে নিবেন।
গুগল আর্থ থেকে নেয়া মানচিত্র
সেন্ট আলফ্রেড উচ্চ বিদ্যালয়
পথ প্রর্দশিকা কুমারী মারিয়া গির্জা
পাদ্রী-শিবপুর - বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার শ্রীমন্তনদীর  তীর ঘেষে  অবস্থিত , এ গ্রামে মুসলিম, হিন্দু ও খ্রীস্টান সকলের বাস। এই স্থানটির শিবপুর  নাম থেকে হয়েছিল। Portuguses ধর্মপ্রচারকরা ১৭ শতাব্দীতে আসেন এবং একটি সেন্টার প্রতিষ্ঠিত হয় । শিবপুর নামটি পরে পরিণত হয়েছিল পাদ্রী ( ফাদার ) শিবপুর হিসাবে, এখানে ১৯৩৩ইং সালে প্রতিষ্ঠিত হয়েছিল সেন্ট আলফ্রেড উচ্চ বিদ্যালয়। এ স্কুলের অনেক কৃতিমানরা লেখাপড়া করেন। এই স্কুলের প্রতিষ্ঠাতা ব্রাদার গডফ্রে । এই বিদ্যালয়টি তিনটি সেকশনে বিভক্ত- প্রাইমারী, বয়েজ এবং গালর্স ।দুর দুরান্ত হতে ছাত্র/ছাত্রীরা এসে এখানে লেখাপড়া করে । ছাত্রসংখ্যা প্রায় ১৫০০।

কোন মন্তব্য নেই

i-bob থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.