Header Ads

Header ADS

নেই কেন কেউ


অসহস্র মুখ
কিন্তু এক জোঁড়া চোখে একখানা মুখ
বিরল ব্যস্ত দুপুরেই চেনাজানা হাওয়া অজানা পথে
উধাও- অমেঘ আর্কষনে, নিশব্দের ঢেউ ছুটেছে কেঁপে কেঁপে;
হঠাৎ বাঁক নেওয়া নদীর মতন।
ভাঙ্গা কাঁচের জালানাটা,
দিঘির জলের রাজহংস দেখা, ঝিলমিল পাতা, পাখির ডাক
                                                   চঞ্চল ফড়িং..................
রাতের রক্তরাঙ্গা জবাকুসুম পাপড়ি, শিশির
নেমে গেছে যেখানে; সেই ভীষণ সোনালী বিষন্ন মুখে
মধুমাখা রোদ-নকশা মুখখানি একেঁ যেত
কবিতার পূর্ণতায় যে কেউ একজন
সেবা ছোঁয়া আজ শুধু তারই মনের আদলে।

তবু ভালবাসার হাওয়া ধুক ধুক করে কেন ?
শিশিরের শব্দ কেন জ্বলন্ত দুপুরে
টুপ-টুপ্পুর করে ?
ঢেউ নেই চোখে
নেই কেন কেউ অসংখ্য শব্দের মুখে
সেই ভীষণ রোদ বিষন্ন মুখে ।

1 টি মন্তব্য:

i-bob থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.