Header Ads

Header ADS

দু’জন দু’জনার


প্রেমী পাখীদ্বয় বাসা বাঁধে বৃক্ষের কোন এক নিরালয়ে
ঝড়, বৃষ্টি বাদল, রৌদ্দুরের প্রতিরক্ষায়
কিংবা কোন হিংস প্রতিপক্ষের ধরা ছোঁয়ার প্রতিকুলে
ঘনজঙ্গলে, অজানা এক সুপ্তনীড়ে ।

প্রেমিক পাখী সেথায় ভালোবাসে প্রেমিকাকে 
প্রেমিকাও ভালোবাসে প্রেমিককে
দু’জন দু’জনার মধ্যে বাঁচে নিরালয়ে।
প্রেমিক পাখি আদর করে সেথায়
ওর স্বপ্ন ছিল এমনি এক নীড়ের
যে নীড় অত্যন্ত গোপনীয়
সেথায় ওরা দু’জনই দু’জনার
প্রেমিকা পাখীর স্বপ্নও একই...
কিন্তু প্রেমি পাখীদ্বয় জানে না
একই স্বপ্ন স্বাগত জানায় নব অতিথি

পাছে অজান্তে নেমে আসে কর্ম তিথি ।
ভালোবাসা ভাগাভাগি  হয়ে যায় ;
ওরা তখন কেমন যেন দু’জন দু’জনার নয়
তারপরেও...
ঝড়,বৃষ্টি কিংবা রৌদ্দুরের তাপেও সুখানন্দ হয়
নবজন্মা অতিথির সেবায় ভুলে যায় দুখ ।

ভালবাসা কোথায়, কখন, কোন নদীতে ভেসে যায়
দু’জন দু’জনার ।
কে কাকে আদর করে ?
কে কাকে স্বপ্ন দেখে ?
সময় নেই...
দু’জন দু’জনার আদরে চুম্বন, এতো তখন
সময়ই বলে দেয় সময় নেই ভ্রাতৃ,
কল্পনামাত্র,
তবুও ওরা বাঁচে, নবীনদের বাঁচায়, উড়াতে শেখায়,
সুখের লাগি নতুন করি বারেক স্বপ্ন সাঁজায় ।



প্রকাশিত
দৈনিক যুগরবি
বান্দরবান
১৩ জুলাই ১৯৯৩

কোন মন্তব্য নেই

i-bob থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.