Header Ads

Header ADS

তবু স্বাধীন


আজ স্বাধীন
ফুলেরা রং মেখে সকলের আগে জাগে
সবুজের ফাঁকে ফাঁকে
সূর্যীমামার সাথে প্রতিদ্বন্ধিতা করে
কে জেতে কে হারে
অলসে মেয়েও ঘুম ভাঙ্গে
সেই...যুদ্ধে...
দপ্তরীর হুইসেল; বড় স্বাধীন শব্দ
ডং ডং ডং ডং ডং...
এতটুকু বিলম্ব নেই কারো, দৌড় আর দৌড়
নিয়ম মাফিক বিদ্যালয়ে।
আজ স্বাধীন
পাখীরা আকাশের অতলপুরীতে উড়ে উড়ে বেড়ায়
কখন যদি শেষ প্রান্তের সন্ধান পায় সেই আশায়।
সূর্য্যি মামার দেশটাকে দখলের ইচ্ছা তার
কবে দখল, কবে শেষ প্রান্তকে ছোঁয়া?
নকল ছেলেরও লোভ হয় ভোগের ইচ্ছায়।
রিক্সাওয়ালার হাক-ডাক;
কত স্বাধীন ওদের চাকাত্রয়
ক্যথ-ক্যথ, ঘড়-ঘড়, ঘড়র...
এতটুকু কান্তি নেই কারো
পরিশ্রম আর পরিশ্রম
এ দেশ মোদের, ওরে ভয় নেই তোদের
দিন কি রাত সবসময়ই রাজপথে
স্বাধীনতার পূর্ণতায় ওরা
তবুও স্বাধীন

পরাধীনতার ঝ্বালা নেই
লোহার কপাট নেই,বন্ধী কারাগারে
বিদ্যালয় বন্ধ নেই, প্রতিদিনই ঘন্টা বাজচ্ছে।
আকাশ মুক্ত, প্রসারিত, নীল নীল আর নীল
উড়োজাহাজ আর রকেটদের স্বাধীন উঠানামা
কিছুটা কালো হতে পারে তার ধোঁয়া
মায়ের আঁচলের সুবাতাসে তাও নিমেষেই উধাও
তবুও চলছি,ছুটছে দিগন্তে...
যাদের পরিপূর্ণ ইচ্ছা শেষ প্রান্তকে ছোঁবে।

কোন মন্তব্য নেই

i-bob থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.